ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

বিজয়নগরে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

shahnewajshah
September 14, 2025 11:18 am
Link Copied!

শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক আলোচনা, ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ইউনিয়নের বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হয়। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং ইউএনডিপি, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইস্পা)-এর সহায়তায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমাম হোসেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমন্বয়কারী সিলাস গাড্ডী। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমান, হিসাব সহকারী কাম-কাম্পিউটার অপারেটর রাজু আহমেদ, জনপ্রতিনিধি, স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সহজ ও কার্যকর মাধ্যম। গ্রামীণ জনগণকে সচেতন করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমাম হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।